মায়ামৃগ- ইলমা বেহরোজ। বইয়ের রিভিউ

মায়ামৃগ বইটা এককথায় অসাধারণ! বইটা নিয়ে আমার আসলে কিছু বলার নেই, বললেও মনে হয় কম হয়ে যাবে। কেউ বলতে পারবে না এটা উনার প্রথম লেখা প্রথম বই ।

এই বইটি লিখতে সে কতটা এটা নিয়ে ভেবেছে তা বলার বাইরে, কোনো কিছুতে সে কমতি রাখে নি।

আমি পদ্মজা ❞গল্পটা পড়ার পর থেকে ইলমা বেহরোজ কে চিনি।ইলমার ফেসবুক এর লিখা গুলো পড়লে মনে হয় আমার চোখের সামনে ঘটছে ঘটনাগুলো, আমি নিজেই ওখানে আছি,এমনভাবে লিখে ও।


"মায়ামৃগ" টা পড়ার সময় আমার মনে হচ্ছিল জুহাদ, সুলেমান, ফ্লোরা, শিরিন, গফুর, তালিবুল চাচা ওদের সাথে আমিও হীরাকান্তে আছি।

সুখের জীবন ছেড়ে তারা কেন হীরাকান্তা দ্বীপে গিয়েছিল,কেন তারা পালিয়ে বেড়াচ্ছিল..

পদে পদে বিপদ, জীবন নিয়ে লড়াই, এত ঝড় ঝাপটাই এইরকম জনশূন্য দ্বীপে কীভাবে তারা ঠিকেছিল?

এত এত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য বইটি অবশ্যই পড়তে হবে। আমি নিশ্চিত কেউ বইটি পড়ে আফসোস করবে না।

মায়ামৃগ বইয়ের প্রিয় কিছু লাইন:-

১)বয়স আর অতীত তখনই সূত্রপাতে বাধাঁ হতে পারে যখন অংশগ্রহণকারীদের অনুভূতি টুনকো হয়।আমার অনুভূতি পর্বতের মতো"

২)আজ যেটা না পেলে জীবন বৃথা মনে হচ্ছে, আগামীকাল সেটিই জীবনের সবচেয়ে বড়ো ভুল মনে হবে।প্রতিটি জোড়ার মধ্যে সামঞ্জস্যতা বলে একটা ব্যাপার থাকে।"

৩)সবার অলক্ষ্যে আমি তোমাকেই ভালোবাসি। তোমার অশ্রু আমায় বিনাশ করে,তাইতো আমি উদ্ভ্রান্তের মতো পালিয়ে বেড়াচ্ছি তোমার থেকে।মনের সুপ্ত ভালোবাসাকে নির্মমভাবে বন্দি করে রেখেছি,তাকে প্রতিনিয়ত অত্যাচার করি; এ সম্পর্ক হওয়ার নয়।আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, আমায় ক্ষমা করো।

সরলতার রাজকুমারী, সুখে থেকো।"

যসি আমার অনুভূতির কথা বলা হয় আমি তা প্রকাশ করতে পারব না।আমার কান্না পাচ্ছে না, বুকের ভেতর কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রনা করছে।

কষ্ট কার জন্য হচ্ছে আমি জানি না,সুলেমান নাকি ফ্লোরা।

আচ্ছা হুট করে যদি কখনো তাদের দেখা হয়??

আরো অনেক কিছু বলার ছিলো, আমি বলতে পারছি না।

পরিশেষে বলব-এভাবে পাঠাকদের ভালো ভালো বই উপহার দিয়ে যান 

,আপনার পরবর্তী বইয়ের অপেক্ষায়।


বইয়ের নাম: মায়ামৃগ 

লেখিকা :ইলমা বেহরোজ

প্রথম প্রকাশঃ ২০২৩ বই মেলা

প্রকাশনী: অন্যধারা

মুল্য :৬৬০টাকা

রিভিউ লিখেছেন: রাকিব আবরার

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ