জীবন যেখানে যেমন-Jibon Jekhane Jemon বইয়ের রিভিউ। আরিফ আজাদ

জীবন মানেই গল্প আর গল্প মানেই জীবনের আবহ। জীবন মানেই ছোট বড় কিছু স্মৃতি মাখা গল্পের মিলেশ।প্রতিদিনের ক্ষুদ্র ক্ষুদ্র সুখময় ও দুঃখময় ঘটনা গুলোই এক সময় হয়ে উঠে জীবনের গল্প। সূচি পত্র দেখে কোনটার আগে কোন টা পড়বো এই নিয়ে দোটানায় পড়ে গেলাম, যাহোক ধারাবাহিকতায় রক্ষা করলাম-

বর্তমানে লেখক আরিফ আজাদ একজন সনামধন্য লেখক আমাদের সমাজে। ঠিক তেমনই উনার লেখা "জীবন যেখানে যেমন" বইটিও খুব মোটিভেশনাল একটি বই বলা যায়। বইটিতে খুব সুন্দর করে নিখুঁত ভাবে উল্লেখ করা আছে আমাদের নিত্যজীবনের কিছু কাহিনী। যা থেকে আমার শিক্ষা লাভ করতে পারি। এবং সাথে ইসলাম সম্পর্কেও প্রতিটি গল্পে মূলে রয়েছে। ছোট ছোট কতো গুলো গল্পকে ফুটিয়ে তুলেছেন।

বইঃ জীবন যেখানে যেমন


অশ্রু ধরার দিনে-

ঘড়ির কাঁটায় রাত্রি সাড়ে তিনটা টুপটুপ করে আমার চোখের অশ্রু ঝড়ে পড়ছে। কি ধৈর্য্য! ইয়া রব কতটা ধৈর্য্য একজন মায়ের হতে পারে! কতটা? পরক্ষণেই আমি ও নিজের অজান্তেই আওড়িয়ে ফেললাম, আমিও বিশ্বাস করি মিনুর সন্তান মিনুকে ছেড়ে কোথাও যায়নি।তাদের আবার দেখা, জান্নাতে সেই প্রশংসিত বাড়িতে, সবুজ নহরের সেই বিশাল বিরান ভূমিতে, সবুজ পাখিদের মিলেশে, সবুজ দূর্বাঘাসের ওপর শিশির আচ্ছাদিত পথে হাঁটবে মিনু আর তার মানিক। অবশ্যই হাঁটবে ইন শা আল্লাহ।

[প্রকাশ থাকে কুসংস্কারের ৮০ ভাগ হয়তো এদেশের গ্রামে রয়েছে তার ই উপলব্ধি হয়েছে। আরো একটি বিষয় আমাদের প্রিয়জনদের হারানোর বেদনায় আমরা শোকে কাতর হয়ে যাই। কান্নার আহাজারিতে আকাশ ভারি করে তুুলি। কিন্তু আমাদের এই কান্না মৃত্যু ব্যক্তির রুহের জন্য যেন কষ্টদায়ক না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের কান্না টা যেন শুধু জায়নামাজেই হয়। ]

 

এই প্রেম, ভালোবাসা-

এতোটুকুই মনের ক্ষুদ্রানুভুতি বেঁচে থাকুক ভালোবাসা। বেঁচে থাকুক রেবেকারা। পবিত্র ভালোবাসা কতটা সচ্ছ,কতটা শীতল, কতটা সুন্দর তার ই বহিঃপ্রকাশ এই এই প্রেম ভালোবাসা।


আসমানের আয়োজন-

একটু একটু করে পড়ছি আর শিহরিত হচ্ছি। কৃতজ্ঞতা ছমিরুদ্দিন চাচার প্রতি। দুনিয়ার মোহের জীবনে ক'জন ই বা পারে তার মতো এই রকম আসমানের আয়োজন করতে।


চাওয়া না চাওয়া -

সমাজের একটা নির্মম হাহাকার উঠে এসেছে এই গল্পে যেন এখনো এদেশের অনেক পরিবারে কন্যা সন্তান যেন অভিশাপআরো একটা কুসংস্কার প্রচলিত আছে কন্যা সন্তান না হলে বংশ রক্ষা হবে না মেয়ে সন্তান হলেই শুরু হয়ে যায় তর্জন গর্জন

দোয়া করি মানুষের সুবোধ হোক।

আরো পড়ুনঃ মেমসাহেব-Memsaheb। নিমাই ভট্টাচার্য। বই রিভিউ


এক বৃষ্টিভেজা সন্ধা-

আহা মৃত্যুর কোনো বয়স নেই, নেই মৃত্যুর অভিধানে অপেক্ষার মতো কোনো শব্দ। সত্যি সত্যিই মাঝে মাঝে আমারো মৃত্যুকে ভারি আশ্চর্য লাগে। বৃষ্টিভেজা সন্ধায় ফাতিমার সাথে সাথে আমার চোখেও বর্ষন হয়েছিল শ্রাবণের বারিধারা।জানিনা এমন পরিস্থিতিতে পড়লে কি অবস্থা হবে।

বক্ষমান বইটিকে নিরেট গল্পের বই বললে ভুল হবে আজকের জেনারেশনে সাহিত্য মানে অশ্লীল শব্দ চয়ন আর নোংরা আলাপনকিন্তু গল্প যে জীবনের কথা বলে, যে গল্প মানুষকে উজ্জীবিত করে সে গল্প জীবনের গল্প সে গল্প রেবেকাদের গল্প, সে গল্প জমিরউদ্দীনের গল্প,সে গল্প আলাদিনের গল্প বইটি পাঠে হাসি-কান্নার মিলেশে জীবনের কিছু উপকারী পাঠ কুড়িয়ে নিতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ


বইঃ জীবন যেখানে যেমন

লেখকঃ আরিফ আজাদ।

প্রকাশনীঃ সমকাল প্রকাশক

মূল্যঃ ২৩৭৳


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ