ঢাবাকা।। মোহাম্মদ নাজিম উদ্দিন বইয়ের রিভিউ

বইঃ "ঢাবাকা"

লেখকঃ মোহাম্মদ নাজিম উদ্দিন

প্রকাশনীঃ বাতিঘর 


পরাবাস্তব এক নগরী, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে চলে। বিচিত্র সব মানুষ আর বিচিত্র তাদের কাহিনি। ওদের গল্পগুলোও বিচ্ছিন্ন নয়, একটার সঙ্গে আরেকটা জড়িয়ে থাকে, সময়ের পরিক্রমায় সেগুলো জট লেগে দলা পাকিয়ে যায়। ঘটনাচক্রে এক রাতে, হাজার বছরের পুরনো বিরাণ শ্মশানে সেই জট খুলতে শুরু করে। অতীতের গহ্বর থেকে উঠে আসতে থাকে অদ্ভুত সব গল্প, জিন্দা লাশের মতো ঘিরে ধরে জীবন্ত বর্তমানকে। সুরাহা না করে তারা যেন ফিরে যাবে না!


বইটি থ্রিলার হিসেবে মনে হলেও এটা আসলে ভালো থ্রিলার না। কিন্তু এই বই এ ঢাবাকা শহরের খুব করুন ঘটনা উঠে আসে । বলতে গেলে কাকে রেখে কাকে মেরে ঢাবাকায় বিশাল সম্পত্তির মালিক হতে পারবে তা নিয়েই তাদের মাথা ব্যাথা। এই গল্পের মূল ভিলেন হলো সিরু মিয়া। শেষ পর্যন্ত নগরীর শ্বশানে সবাই মিলে যখন মূল রহস্য টেনে তুলে তখন ই এই গল্পের পুরো ঘটনা বুঝে আসে। 

আরো পড়ুন: অপরাজিত উপন্যাস রিভিউ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

অনেকের কাছেই বইটা খারাপ লাগে তা ঠিক, কিছু লেখার কারণে তা এমন হয়েছে । কিন্তু আসলে আমার কাছে বইটা পড়ে যা বুঝতে পারছি সব মাথার উপর দিয়ে গেছে। 



______Bibliophile Abrer Shajid ✍️

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ